মুরগির লিটার ব্যবস্থাপনা
মুরগি লিটার
মুরগির বিষ্ঠা হতে জলীয় অংশ শোষণ করে খামারকে শুষ্ক ও দুর্গন্ধ হতে রক্ষা করার জন্য যেসব জৈব বা অজৈব বস্তু খামারের মেঝেতে বিছানো হয় তাকে মুরগি লিটার বলে। ইহা শুষ্কতা ও দুর্গন্ধ দূর করার পাশাপাশি মুরগিকে আরাম প্রদান করে থাকে।
মুরগির জন্য যে ধরনের লিটার ভালো
মুরগি লিটার হিসেবে কাঠের গুড়া, তুষ, ধান বা গমের শুকনো খড়ের টুকরো, শুকনো ঘাস, আখের ছোবড়া, ছাই বা বালি ব্যবহৃত হয়। তবে মুরগির লিটার হিসেবে কাঠের গুড়ো বা তুষ ব্যবহার করাই ভালো।
বিশেষ দ্রষ্টব্যঃ ছাই বা বালি বেশি শুষ্ক হওয়ার কারণে খামারে ধুলাবালি সৃষ্টি হয় ফলে মুরগি শ্বাসকষ্ট হতে পারে।
লিটার হিসাবে বালি
লিটার হিসাবে আখের ছোবড়া
লিটার হিসাবে তুষ
লিটার হিসাবে কাঠের গুড়া
সাধারণ লিটার নাকি ডিপ লিটার?
লিটারের পুরুত্বের উপর ভিত্তি করে লিডারকে দুই ভাগে ভাগ করা যায়।
সাধারণ লিটারঃ যখন লিটারকে ৫ থেকে ৭ সেন্টিমিটার বা ২ থেকে ৩ ইঞ্চি পুরো করে বিছানো হয় তখন একে সাধারণ লিটার বলা হয়। সাধারণত ব্রয়লার উৎপাদনে এ পুরুত্বের লিটার ব্যবহার করা হয় এবং এর ব্যবহার সয়ম কাল ৩০ দিনের বেশী হয় না।
ডিপ লিটারঃ যখন লিটারকে ১৫ থেকে ২৩ সেন্টিমিটার বা ৬ থেকে ৯ ইঞ্চি পুরো করে বিছানো হয় তখন একে ডিপ লিটার বলা হয়। সাধারণত ডিম পাড়া মুরগির ক্ষেত্রে এর পুরুত্বের লিটার ব্যবহার করা হয় এবং এই লিটার দীর্ঘ মেয়াদী ব্যবহার করা হয়।
পোল্ট্রি লিটার ব্যবস্থাপনা
লিটার বিছানোর পূর্বে খামারের মেঝে জীবাণুনাশক দিয়ে ধুয়ে শুকিয়ে নিতে হবে।
ছোট বাচ্চার মুরগির ক্ষেত্রে তুষ ব্যবহার করাই উত্তম এবং ব্রয়লার মুরগির ক্ষেত্রে দুই সপ্তাহ ও লেয়ার মুরগির ক্ষেত্রে একমাস পর হতে অন্যান্য উপকরণ যেমন খড়ের টুকরা ব্যবহার করা যেতে পারে।
মাঝে মাঝে সুপার ফসফেট ২২৫ গ্রাম প্রতি ১০ ঘনফুট মেঝের জন্য ছিটিয়ে দিতে হবে। এতে লিটারের আর্দ্রতা ও গুনগত মান ঠিক থাকে।
শুকনো দিনে লিটার হতে যাতে ধুলাবালি সৃষ্টি না হয় তার ব্যবস্থা হিসেবে হালকা পানি স্প্রে করতে হবে তবে খেয়াল রাখতে হবে যাতে লিটার ভিজে না যায়।
লিটার বিছানোর পর অন্তত দুই মাস সপ্তাহের দুই দিন ক্কসিডিয়ার ঊসিস্টানাশক ওষুধ দিতে হবে।
Contacts
Subscribe to our newsletter
+8801819486145