Pullorum Disease বা পুলোরাম রোগ
পুলোরাম রোগ এমনই একটি কমন রোগ যা আমাদের দেশে, এমন কি পৃথিবীর প্রায় সকল দেশের গৃহপালিত পশু পাখির হয়ে থাকে। ইহা খামারে সাধারণ রোগ হলেও এর পরিণাম খুবই ভয়ংকর হয়। এই রোগটি মূলত ব্যাকটেরিয়া জনিত রোগ যা মানুষকেও আক্রান্তু করে। তবে আমাদের দক্ষিণ এশিয়া ভুক্ত দেশে গুলতে, এই রোগের প্রতিরোধের ব্যবস্থা না থাকায় এ রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দেয়। কিন্তু দক্ষিণ এশিয়া ভুক্ত দেশগুলোতে মাংস কে ভালোভাবে সিদ্ধ করে রান্না করা হয় বলে এই ব্যাকটেরিয়া থেকে সৃষ্ট রোগসমূহ মানবদেহে খুব একটা প্রবেশ করতে পারে না কিন্তু ইউরোপিয়ান দেশগুলো মাংসকে কিছুটা কাঁচা খাওয়ার কারণে এই ব্যাকটেরিয়া গুলো মানবদেহে প্রবেশ করতে পারে। তাই দক্ষিণ এশিয়া অন্তর্ভুক্ত দেশসমূহ থেকে মাংস রপ্তানি, অন্যান্য দেশের তুলনায় অনেক কম তবে এদিক থেকে ইন্ডিয়া কিছুটা এগিয়ে আছে।
রোগ পরিচিতি
Pullorum Disease কে Bacillary white Diarrhea (BWD) বা সাদা পাতলা পায়খানা বলা হয়ে থাকে।এই রোগটি Gram negative bacteria দ্বারা সৃষ্টি হয়ে থাকে, যা Salmonella Pullorum নামে পরিচিত।
ইহা একটি সংক্রামক রোগ। এর সংক্রমনের মাত্রা এতটাই বেশি যদি আজ একটি বাচ্চা আক্রান্ত হয় তাহলে আগামীকাল আরো ২০০ বাচ্চা আক্রান্ত হবে। এটা সাধারণত দুই থেকে তিন সপ্তাহ বাচ্চার মধ্যে রোগের লক্ষণগুলো প্রকাশ পায়। যে বাচ্চাগুলো তিন সপ্তাহ পরও বেঁচে থাকে সেগুলো এ রোগের বাহনকারী হিসেবে কাজ করে কারণ তিন সপ্তাহের পর দেহে রেজিস্ট্যান্স সৃষ্টি হয়। মূলত বাচ্চা মুরগি এর রোগে আক্রান্ত হয় আর বড় মুরগি এ রোগ বহন করে।
সংক্রমণ পদ্ধতি
Pullorum Disease সংক্রামণিত হতে পারে দুই ভাবে:
Horizontal way of transmission
এ পদ্ধতিতে খামারে আসা খাদ্যের বস্তা, খাদ্য বহনকারী গাড়ি, খামারে কর্মরত কর্মচারী,খামারে সাপ্লাই পানি হতে, দর্শনার্থী পোশাক হতে, খামারে আশেপাশে বন্যপ্রাণী মাধ্যমে ছড়াতে পারে। এছাড়া যখন কোনো ভালো মুরগি বাচ্চা কোন আক্রান্ত মুরগি বাচ্চাকে ঠোকর মারে সেখান থেকেও এ জীবাণুটি ভালো মুরগি বাচ্চার দেহে প্রবেশ করতে পারে।
Vertical way of transmission
এ পদ্ধতিতে আক্রান্ত প্রাপ্তবয়স্ক মুরগি যখন ডিম পারে, তখন এই ব্যাকটেরিয়া ডিমের ভেতর চলে আসে এবং সে ডিম থেকে যে বাচ্চা হয়, সে বাচ্চাও এই ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। এই আক্রান্ত বাচ্চাগুলো জন্মের কিছু ঘন্টা পরেই মারা যায় আর যেগুলো বেঁচে থাকে সেগুলো জন্মের দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই দেহের মধ্যে ইনফেকশন হওয়া শুরু করে।
নিচের লক্ষণ গুলো নির্বাচিত করে আপনার খামারে পুলোরাম রোগ হয়ছে কিনা জেনে নিন
আপনার মতামত দিন
Contacts
Subscribe to our newsletter
+8801819486145