Aspergillosis বা Brooder pneumonia
Aspergillosis বা Brooder pneumonia কে Mycotic infection, pulmonary mycosis বলা হয়ে থাকে। ইহা Aspergillosis নামক ফাঙ্গাস হতে সৃষ্টি হয়। এই ফাঙ্গাস এতটাই কমন যা প্রায় সব খামারে ও খাচায় পাওয়া যায়। এমনকি যে ডিম গুলো হ্যাচিং এর জন্য দেওয়া হয়, সেখানেও এরা বংশবিস্তার করতে পারে। কারণ হ্যাচিং এর জন্য যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়, তা এই ফাঙ্গাস বংশবিস্তারের জন্য উপযুক্ত এবং শেষমেষ ডিম ফেটে বেরিয়ে আসে এবং হ্যাচিং এর সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ে ফলে ওই হ্যাচারি থেকে উৎপাদিত বাচ্চাগুলো Aspergillosis রোগ নিয়েই খামারে প্রবেশ করে।
Aspergillosis বা Brooder pneumonia এমনই একটা রোগ যা ব্রুডিং এর সাথে সম্পর্কিত। এটা সাধারণত ব্রুডিং পিরিয়ড চলাকালীন মুরগির বাচ্চার হয়, কখনও কখনও ৩৫ দিনের মুরগিরও হয়ে থাকে। এই রোগটি শীতকালে বেশী দেখা দেয় কারণ, এই ফাঙ্গাস জীবাণুটি বৃদ্ধির জন্য যে পরিবেশ দরকার হয় তা শীতকালে ব্রুডিং এরিয়াতে থাকে। যেমন হালকা তাপ ও আদ্রতা ইত্যাদি।
এই রোগ ছোঁয়াচে নয় তবে সুযোগ সন্ধানী হয়ে থাকে। ইহা দেহের ভিতর ঢোকে অপেক্ষা করতে থাকে, যখনই কোন বাচ্চা মুরগি বা পূর্ণবয়স্ক মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখনই আক্রমণ করে। Aspergillosis রোগটি দু ধরনের হয়ে থাকে - Acutc form and Chronic form. Acutc form সাধারণত দুই সপ্তাহের বাচ্চার মধ্যে হয়ে থাকে যা brooder pneumonia নামে পরিচিত। তখন মুরগির বাচ্চাদের শ্বাসকষ্ট বেশি দেখা দেয় আর Chronic form ৩৫ দিন বয়সী মুরগির ক্ষেত্রে দেখা দেয়, এক্ষেত্রেও মুরগি শ্বাসকষ্ট একটি প্রধান লক্ষণ সেই সাথে আরও কিছু লক্ষণ থাকে। তবে এ বয়সে আক্রান্ত মুরগির ক্ষেত্রে কিছু এন্টিবায়োটিক ছাড়া অন্য কোন ওষুধ কাজ করে না।
Aspergillosis আক্রান্ত স্থান অনুযায়ী নামকরণ
যদি চোখকে আক্রান্ত করে তাহলে ইহাকে Ophthalmitis বলা হয়।
যদি ব্রেইন কে আক্রান্ত করে তাহলে ইহাকে Encephalomyelitis বলা হয়।
যদি চামড়া কে আক্রান্ত করে তাহলে ইহাকে Dermatitis বলা হয়।
যদি যকৃত কে আক্রান্ত করে তাহলে ইহাকে Plmonary aspergillosis বলা হয়।
যদি সমস্ত শরীরে ছড়িয়ে যায় তাহলে ইহাকে Viscera বলা হয়।
যদি সমস্ত জয়েন্ট ছড়িয়ে যায় তাহলে ইহাকে Ostemycosis বলা হয়।
নিচের লক্ষণ গুলো সঠিক ভাবে চিহ্নিত করে আপনার মুরগির Aspergillosis বা Brooder pneumonia হয়েছে কিনা নিশ্চিত হন এবং ঔষধ জেনে নিন।
Contacts
Subscribe to our newsletter
+8801819486145