পানি পানের পাত্রের গুরুত্ব

ব্রয়লার মুরগি পালনের ক্ষেত্রে খামারে ব্যবহৃত পানির ব্যবস্থাপনা সম্পর্কে জানার পাশাপাশি পানির পাত্র সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা উচিত । আপনি যদি একজন নবীন খামারি হয়ে থাকেন তাহলে লেখাটি আপনাকে একজন দক্ষ খামারি হতে সাহায্য করবে।

ব্রয়লার মুরগি, যা মাংস উৎপাদনের জন্য বিশেষভাবে বড় করা হয়, তাদের সুস্থ রাখতে এবং ভালো বৃদ্ধি নিশ্চিত করতে পর্যাপ্ত পরিমাণে ও মানসম্মত পানি প্রদান করা অত্যন্ত জরুরি। পানি পানের পাত্র মুরগির পানি পানের এই চাহিদা পূরণ করে।

পোল্ট্রি খামারে ব্রয়লার মুরগির জন্য পানি পানের পাত্রের গুরুত্ব অপরিসীম। এটি মুরগিকে পর্যাপ্ত পরিমাণে ও নিরবচ্ছিন্নভাবে পানি প্রদান করে, যা তাদের জীবনধারা ও বৃদ্ধির জন্য অপরিহার্য। পানির অভাবে মুরগির শারীরিক বৃদ্ধি ব্যাহত হয়, যা মাংস উৎপাদনে প্রভাব ফেলে।

পানি পানের পাত্রের ব্যবহার

ব্রয়লার মুরগির পানি পানের পাত্রের ব্যবহার সহজ এবং কার্যকর। খামারের বিভিন্ন স্থানে এসব পাত্র স্থাপন করা হয়, যাতে মুরগি সহজেই পানি পান করতে পারে। এগুলি সাধারণত প্লাস্টিক বা ধাতু দিয়ে তৈরি এবং ব্যবহারে টেকসই।

পানি পানের পাত্রের যত্ন

বয়লার মুরগির পানি পানের পাত্রের সঠিক যত্ন নেওয়া খুব জরুরি। পাত্রগুলি নিয়মিত পরিষ্কার করা উচিত, যাতে পানিতে ব্যাকটেরিয়া বা অন্য কোনো দূষণের সম্ভাবনা না থাকে। পানি প্রতিদিন পরিবর্তন করা উচিত, এবং পাত্রগুলি সূর্যের আলো এড়িয়ে রাখা উচিত যাতে পানি অতিরিক্ত উষ্ণ না হয়।

an ideal small scale poultry farming and it's setup
an ideal small scale poultry farming and it's setup

বয়স অনুযায়ী পানির পাত্রের আকারঃ

১ থেকে ২ সপ্তাহ বয়সঃ

এ সময় ছোট আকারে পানির পাত্র দিতে হবে। ১ থেকে ২ লিটার আকারের পাত্র হলে হবে। খেয়াল রাখতে হবে যেন বাচ্চাগুলো বেশি গাদাগাদি করে পানিতে ডুবে না যায়।

৩ থেকে ৪ সপ্তাহ বয়সঃ

এ সময় বাচ্চাগুলো বাড়ন্ত অবস্থায় থাকে তাই এদের পানির চাহিদাও দিন দিন বৃদ্ধি পেতে থাকে। তাই এই সময় ৩ থেকে ৫ লিটার আকারের পানির পাত্রতে পানি দেওয়া উচিত।

৫ সপ্তাহ থেকে বিক্রি পর্যন্তঃ

এ সময় মুরগিগুলো প্রচুর খাদ্য গ্রহণ করে ফলে হজমের জন্য পানির চাহিদা আরো বেড়ে যায়। তাই ৫ থেকে ১০ লিটার পানির পাত্রে পানি দেওয়া উচিত।

বয়স অনুযায়ী পানির পাত্রের উচ্চতাঃ

পানির অপচয় ও মেজের লিটার শুকনো রাখার জন্য পানির পাত্র গুলোকে বয়স অনুযায়ী মেঝে হতে নির্দিষ্ট উচ্চতায় রাখতে হবে।

১ থেকে ২ সপ্তাহ বয়সেঃ

পানির পাত্র গুলোকে মেজে থেকে কিছুটা উপরে রাখতে হবে কারণ এসময় মুরগির আকার খুবই ছোট থাকে তাই যেন সহজে পানি পান করতে পারে তার জন্য সর্বোচ্চ ১ থেকে ২ ইঞ্চি বা ২.৫ থেকে ৮ সেন্টিমিটার উচ্চতায় পানির পাত্র গুলো রাখতে হবে।

water pot height from floor level during week 3 to week 4
water pot height from floor level during week 3 to week 4
water pot height form floor level during week 5 to until sale
water pot height form floor level during week 5 to until sale
water pot height from floor during 1 to 2 week
water pot height from floor during 1 to 2 week

৩ থেকে ৪ সপ্তাহ

এটা মুরগির বাড়ন্ত সময়ে তাই পাত্রের উচ্চতা এমন হতে হবে যাতে সহজে পানি পান করতে পারে সাধারণত মেঝে থেকে তিন থেকে চার ইঞ্চি বা ৭.৫ থেকে ১০ সেন্টিমিটার উচ্চতা রাখতে হবে।

৫ সপ্তাহ থেকে বিক্রি পর্যন্ত

এ বয়সে মুরগিগুলো বড় হয়ে থাকে তাই পাত্র গুলো মেঝে থেকে ৬ থেকে ৮ ইঞ্চি বা ১৫ থেকে ২০ সেন্টিমিটার উচ্চতা রাখতে হবে।

আপনার খামারে মুরগির সংখ্যা ও বয়স অনুসারে কয়টি পানির পাত্র লাগবে তা জানতে নিচের তথ্য দিয়ে নিচের বাটনটি ক্লিক করুন