খামার কারার আগে ব্রয়লার মুরগি ফিড সম্পর্কে জানোন

ব্রয়লার মুরগি ব্যবসার মোট খরচের ৭০ ভাগ খরচ হয় ফিড এর পিছনে। তাই একজন খামারিকে তার খামার করার আগে এর সম্পর্কে ভালো ধারণা নেয়া খুবই দরকার। আসোন এ সম্পর্কে জেনে নেওয়া যাক।

1 মিনিট পড়ুন

স্টার্টার ফিড (০-৩ সপ্তাহ)

Crude Protein ( CP) : CP এর মাত্রা ২২% - ২৪%। স্টার্টার ফিডে প্রোটিনের মাত্রা বেশি থাকে কারণ বাচ্চার প্রাথমিক গ্রোথের জন্য ইহা খুবই প্রয়োজনীয়।

Crude Fiber (CF) : CF এর মাত্রা ৩% - ৫%। এখানে অল্প মাত্রায় ফাইবার থাকে যা বাচ্চার হজমে শক্তি বাড়ায়।

Fat: Fat এর মাত্রা ৪% - ৬%। পর্যাপ্ত চর্বি বাচ্চার প্রোয়জনীয় শক্তি নিশ্চিত করে।

Calcium: ০.৯% - ১%। ইহা বাচ্চার হাড় গঠনে সাহায্য করে।

Phosphorus: ০.৪৫% - ০.৫৫%। ইহা ক্যালসিয়াম সাথে মিলে হাড় গঠনে সাহায্য করে।

Metabolizable Energy: প্রায় ২৯০০ - ৩২০০ কিলোক্যলোরি / কেজি।


গ্রোয়ার ফিড (৩-৬ সপ্তাহ)

Crude Protein ( CP) : CP এর মাত্রা ২০% - ২২%। গ্রোয়ার ফিডে বাচ্চার গ্রোথ ঠিক রেখে প্রোটিনের মাত্রা কিছুটা কমানো হয়।

Crude Fiber (CF) : CF এর মাত্রা ৩% - ৪%। ফাইবার বাচ্চার হজমে শক্তি বাড়ায়।

Fat: Fat এর মাত্রা ৩% - ৫%। এ স্তারে ফ্যাটের মাত্রা কিছুটা বাড়ানো হয় যাতে হজম শক্তি বেড়ে দ্রুত ওজন বৃদ্ধি পায়।

Calcium: ০.৮% - ০.৯%। ইহা বাচ্চার হাড় গঠনে সাহায্য করে।

Phosphorus: ০.৪% - ০.৫%। ইহা ক্যালসিয়াম সাথে মিলে হাড় গঠনে সাহায্য করে।

Metabolizable Energy: প্রায় ৩০০০ - ৩২০০ কিলোক্যলোরি / কেজি।



ফিনিসার ফিড (৬ সপ্তাহ - বিক্রি)

Crude Protein ( CP) : CP এর মাত্রা ১৮% - ২০%। ফিনিসার ফিড এ সিপির মাত্রা কমানো হয় যাতে অতিরিক্ত চর্বি না জমে।

Crude Fiber (CF) : CF এর মাত্রা ৩% - ৪%। গ্রোয়ার ফিডের সমান ফিনিসার ফিডও সমপরিমাণ সিএফ থাকে যাতে হজম শক্তি ঠিক থাকে এবং বেশি খাবার গ্রহণ করে।

Fat: Fat এর মাত্রা ৫% - ৭%। ইহা মুরগির ফাইনাল গ্রোথকে সাপোর্ট করে এবং শক্তি প্রদান করে।

Calcium: ০.৭৫% - ০.৮৫%। ইহা বাচ্চার হাড় গঠনে সাহায্য করে।

Phosphorus: ০.৩৫% - ০.৪৫%। ইহা ক্যালসিয়াম সাথে মিলে হাড় গঠনে সাহায্য করে।

Metabolizable Energy: প্রায় ৩১০০ - ৩৩০০ কিলোক্যলোরি / কেজি।




স্টার্টার ফিড

গ্রোয়ার ফিড

ফিনিসার ফিড